নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ের গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৫, ১৩ মার্চ ২০২৫

সোনারগাঁয়ের গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে গৃহবধূকে গণধর্ষণের মামলায় এক আসামিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।

এর আগে মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোঃ হালিম মিয়ার ছেলে মোঃ অয়ন (২২)। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে হাসপাতাল থেকে ফেরার পথে ভিকটিমকে সোনারগাঁ থানার চিলারবাগ এলাকায় সিএনজি থামিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।