নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে এনসিপির পথযাত্রায় নেতাকর্মীদের ঢল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে এনসিপির পথযাত্রায় নেতাকর্মীদের ঢল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘দেশ গড়তে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের পথসভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সকালে মুন্সিগঞ্জে কর্মসূচি শেষে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় আসেন কেন্দ্রীয় নেতারা। এবং নিতাইগঞ্জে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ।

পরে বিকাল ৪টায় নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেটে পদযাত্রাটি বিবি রোড হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়।  

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন। এসময় সড়কের দুই পাশে উৎসুক মানুষ এনসিপির নেতাকর্মীদের দেখতে ভীড় করেন। পথযাত্রার এনসিপির নেতা কর্মীদের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে জুলায়ের স্লোগান লেখা ছিল। পথযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক নিরব রায়হান, এনসিপির জেলার সদস্য আব্দুর রহমান গাফ্ফারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলমসহ এনসিপি, যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: