নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

মে দিবসে জাতীয় শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৫, ১ মে ২০২২

মে দিবসে জাতীয় শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১লা মে (রবিবার) সকালে শহরে র‌্যালী ও চাষাঢ়া পাট সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


জেলা কমিটির আহবায়ক শ্রমিক নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফজলু হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি শ্রমিক জনতার নেতা কমরেড হিমাংশু সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক যুবনেতা মাইন উদ্দিন বারী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি উদ্দিন আহমেদ প্রাচী, শুভ আহমেদ, নারী মুক্তি সংসদের জেলা সংগঠক মেহেরুন নেছা, এ সি আই শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঈন উদ্দিন চিস্তী, বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা জুট প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাজাহান, সুনীল দত্ত , ওমর ফারুক নাছির, মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে এই দিনে শিকাগো হেয় মার্কেটের সামনে ৮ ঘন্টা কর্ম দিবসের দাবীতে শ্রমিক সমাবেশে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে বলেন, মে দিবসের ১৩৬ তম বার্ষিকী আজ সারা বিশ্বে পালিত হচ্ছে অথচ আজো আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের কর্মঘন্টা ও ন্যায্য মজুরী আদায়ের সংগ্রামে রাজপথে থাকতে হয়।


শ্রম আইনের নামে মালিক তোষণনীতির অগণতান্ত্রিক শ্রম আইন আজ বিদ্যমান, শ্রমিকবান্ধব ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হলেও মূলতই মালিক শ্রেণির রক্ষা কবজ হিসেবে ব্যবহৃত হচ্ছে , দফায় দফায় শ্রমিক নির্যাতন - চাকুরীচ্যুত শ্রমিক কল- কারখানা অধিদপ্তরের বারান্দায় দিন কাটাচ্ছে। 


অপর দিকে অধিদপ্তরের প্রায় সকল কর্মকর্তারাই নামমাত্র সুরাহা করলেও এসি রুমে বসে মালিক শ্রেনীর স্বার্থরক্ষায় ব্যস্ত এবং নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। দিন দিন দ্রব্যমূল্য ঊর্ধ মুখী, শ্রমিক তার ন্যায্য মজুরী থেকে বঞ্চিত। 


এমন একটি পরিস্থিতিতে আশির দশকের সেই দূর্বার আন্দোলন গড়ে তুলতে জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সকল শ্রমিক ফেডারেশন গুলোকে এক কাতারে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম ছাড়া শ্রমিক শ্রেনীর অধিকার আদায়ের বিকল্প নাই উল্লেখ করে সভায় সকল শ্রমজীবীদের মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় শ্রমিক ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানানো হয়।
 

সম্পর্কিত বিষয়: