নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জ শ্রম দপ্তর শ্রমিক ঠকানোর দপ্তর!

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:২৪, ২ জুন ২০২২

নারায়ণগঞ্জ শ্রম দপ্তর শ্রমিক ঠকানোর দপ্তর!

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিভাগীয় শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ করেছে মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিজের শ্রমিকরা। 


বুধবার (১ লা জুন) সকালে শ্রম দপ্তরে ৬ দফা দাবী নিয়ে ত্রি-পাক্ষিক আলোচনায় কোন সমাধান না হওয়ায় এই শ্রমিকরা বিক্ষোভ করে। 


এসময় বিক্ষুব্দ শ্রমিকরা অভিযোগ করেন, কর্মকর্তারা এই দপ্তরকে বর্তমানে মালিকদের সুযোগ সুবিধার দপ্তরে পরিনত করেছেন। কারখানার মালিকের সাথে গোপন বৈঠক করে শ্রমিক ঠকানোর কুট-কৌশলে লিপ্ত থাকে এই দপ্তরের কর্মকর্তারা। দপ্তরের কর্মকর্তারা দীর্ঘদিন চাকুরি করায় কারখানার মালিকদের সাথে এ ধরনের সম্পর্ক গড়ে উঠায় শ্রমিকরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে। এ সকল কর্মকর্তাদের জন্য নারায়ণগঞ্জের শ্রমিকদের মাঝে যে ধরনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে এতেকরে বড় ধরনের শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটতে পারে। এদের কারণে শ্রমিক বান্ধব বর্তমান প্রধানমন্ত্রীর ভাবমুর্তি নষ্ট হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রæত এসকল কর্মকর্তাদের অপসারনের দাবি করেন মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিজের শ্রমিকরা। এবং তাদের ৬ দফা দবি অবিলম্বে না মেনে নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি করেন।   
 

সম্পর্কিত বিষয়: