নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

বেকা গার্মেন্ট শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে শহরে সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪৫, ৪ জুন ২০২২

বেকা গার্মেন্ট শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে শহরে সমাবেশ

আদমজী ইপিজেড এ অবস্থিত বন্ধ বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিঃ এর শ্রমিকদের ৩ মাসের বকেযা বেতন-বোনাস ও আইনানুগ পাওনাদি অবিলম্বে পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৫ টায় শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে। 


বেকা গার্মেন্টসের শ্রমিক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থাানার সভাপতি রুহুল আমিন সোহাগ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলার সংগঠক সুলতানা আক্তার, কারখানার শ্রমিক স্বপন, সাইফুল, নূরজাহান, শিপন খানম।  

   
নেতৃবৃন্দ বলেন, বেকা গার্মেন্টসের শ্রমিকরা ফেব্রুয়ারি, মাচর্, এপ্রিল তিন মাসের বেতন পাবে। মালিক ও বেপজা একের পর এক তারিখ দিয়েছে কিন্তু বকেয়া বেতন পরিশোধ করে নাই। ২১ এপ্রিল বেআইনিভাবে কারখানাটি বন্ধ করে দেয়। শ্রমিকরা কারখানা গেটে গেলে পুলিশ লাঠি পেটা করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

 

বকেয়া বেতন-বোনাস ও আইনানুগ প্রাপ্য পাওনা না পেয়ে শ্রমিকরা দিশেহারা। বাড়িভাড়া দোকানবাকি পরিশোধ করতে না পারায় অনেকে বাড়ি যেতে পারছে না শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শিল্প পুলিশ. বেপজা, বিকেএমইএসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিলেও সকলেই সঙ্কট সমাধানে ব্যর্থ। ১০ মে শ্রমিকরা বেপজা নির্বাহী চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছে তারপরও আজও শ্রমিকরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত। 


নেতৃবৃন্দ বেকা গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-বোনাস ও আইনানুগ প্রাপ্য পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে বলেন পাওনা পরিশোধ না হলে কঠিন কঠোর কর্মসূচি পালন করা হবে। যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রশাসন, বেপজা ও মালিক কতৃপক্ষ দায়ী থাকবে।