নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

শহীদ রবিউলের ৩২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৩৩, ২ ডিসেম্বর ২০২২

শহীদ রবিউলের ৩২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া  

৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনেপুলিশের গুলিতে নিহত শহীদ রবিউল এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাদ আসর দেওভোগ পাক্কা রোড এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।


দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ রবিউল স্মৃতি সংসদ। এসময় উপস্থিত ছিলেন শহীদ রবিউলের বাবা আনোয়ার হোসেন, শহীদের ভাই রফিকুল ইসলাম, কামাল, রাসেল আহম্মেদ মনির, জিয়া, লিংকন খান, পারভেজ মল্লিক, আল-আমিন, সোহাগ, রাজিব, আলমগীর, সনি, শাহিন, কাঞ্চন, হোসেন রনি, হৃদয়, শাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, ১৪ বছর বয়সে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ২নং রেল গেট এলাকায় গুলিবিদ্ধ হয় রবিউল। বাবা আনোয়ার হোসেন ও মা মরিয়ম বেগমের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে রবিউল ছিলেন বড় সন্তান। সেসময় রবিউল পেশায় দর্জি শ্রমিক ছিলেন।  
 

সম্পর্কিত বিষয়: