নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ মার্চ ২০২৩

শিশুরা হচ্ছে আমার কাজের অনুপ্রেরণা : আইভী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৫, ২৮ জানুয়ারি ২০২৩

শিশুরা হচ্ছে আমার কাজের অনুপ্রেরণা : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন,  আমি সব সময় শিশুদের জন্য কিছু করার চেষ্টা করি। শিশুরা হচ্ছে আমার কাজের অনুপ্রেরণা। 


নারায়গঞ্জে চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের এক যুগ পূর্তি ও তৃতীয় সমাবর্তন উৎসব অনুষ্ঠানের আলোচনা, সনদ প্রদান, পুরস্কার বিতরন পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ আলোচনা, সনদ প্রদান, পুরস্কার বিতরণ করা হয়।


এ সময় মেয়র আইভী আরও বলেন, মা হচ্ছে সন্তানের সবচেয়ে বড় শিক্ষক। শিশুর মায়েদের ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করেন সন্তানকে মানুষ করার জন্য। 


চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের পরিচালক সাইফুল আলম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি  ভবানী শংকর রায়, চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ শিক্ষক রাকিবুল হাসান। 


আলোচনা শেষে সংগঠনের শিশুদের অংশ গ্রহনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।