নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু রোড থেকে বি দাস রোড পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:০৮, ১৫ জুন ২০২১

বঙ্গবন্ধু রোড থেকে বি দাস রোড পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বঙ্গবন্ধু রোড থেকে বংশাল হয়ে বি দাস রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী, সহকারী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট মাসুদুর রহমান মাসুদ, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুলু, রুবেল হোসেন, পূজা কমিটির পক্ষে শ্রী বাদল দাস, ১৫নং ওয়ার্ড সচিব মো. আবুল কালাম, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রধান ট্রেডার্স এর পক্ষে মো. মুস্তাহিদ খান ও মাজেদুল হক শিপলুসহ বংশাল সিডিসি’র নেতৃবৃন্দ। 


উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, মাননীয় মেয়র অত্র এলাকায় বিভিন্ন সময়ে জলাবদ্ধতার কারনে এই ড্রেন নির্মাণের অনুমোদন দিয়েছেন। এর ফলে অত্র এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। ড্রেনের মধ্যে যাতে পলিথিনসহ বাসা বাড়ীর অব্যবহৃত জিনিস ফেলা না হায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জলাবদ্ধতা দূরীকরনে ড্রেনের ভিতর পলিথিনসহ কঠিন বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। 


এছাড়াও যে সমস্ত মিল কর্তৃপক্ষ ড্রেনের মধ্যে বর্জ্য ফেলে পানির প্রবাহ বন্ধ করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ইতিমধ্যে বংশাল এলাকার পানি সরবরাহ লাইনে ছিদ্রসহ যেসকল ত্রুটিবিচ্যুতি রয়েছে তা নিরসনের জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছেন। 


পরে মেয়র আইভীর সুসাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সমাপ্ত হয়।


উল্লেখ্য, প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এ আরসিসি ড্রেনটি নির্মিত হবে। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে। 
 

সম্পর্কিত বিষয়: