নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

নগরীর দিগুবাবুর বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২১

নগরীর দিগুবাবুর বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরে খাবার হোটেল, মুরগির ও চিনির দোকানসহ ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

 

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের অন্যতম কাচাবাজার দিগুবাবু বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জমান। এসময় জেলা বাজার কর্মকর্তা টি.এম. মাহবুবুর হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

সেলিমুজ্জামান জানান,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

 

এসময় শহরের দিগুবাবুর বাজার এলাকায় আবস্থিত মের্সাস সন্তোষ স্টোরকে চিনির মূল্য অধিক রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা, পণ্যের মূল্যতালিকা প্রর্দশন না করার অপরাধে মের্সাস হালাল স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা, পল্টি পাওয়ার নামের মুরগির দোকানকে ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস ও পচাঁবাসি রান্না করা খাবার একত্রে রাখার অপরাধে আল্লাহর দান রেস্তোরাকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । 

সম্পর্কিত বিষয়: