নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

শহীদনগরে নারীদের স্বাবলম্বী করতে জাবেদের মত বিনিময় সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২০, ২৫ সেপ্টেম্বর ২০২১

শহীদনগরে নারীদের স্বাবলম্বী করতে জাবেদের মত বিনিময় সভা 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের শহীদনগরে নারীদের স্বাবলম্বী করতে মত বিনিময় সভা করেছেন এ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলহাজ¦ মকসুদুর রহমান জাবেদ।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহীদনগর ১নং গলিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত নারী পুরুষরা ফুল দিয়ে বরণ করে নেন আলহাজ¦ মকসুদুর রহমান জাবেদকে। 


সভায় একজন নারী কিভাবে স্বাবলম্বী হবেন এ বিষয়ে গুরুত্বারোপ দিয়ে জাবেদ বলেন, বর্তমান সরকার নারীদের স্বাবলস্বী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই নারীরাও আজকে পিছিয়ে নেই।

 

সকল সমাজ উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছে অনুরোধ নারীদের স্বাবলম্বী করতে সবাই এগিয়ে আসুন। কেননা নারীরা মায়ের জাতি। দেশ উন্নয়নে আজকে পুরুষদের পাশাপাশি নারীরা সম ভুমিকা রাখছেন। 

কিছু কিছু ক্ষেত্রে যারা নারীদের কটুক্তি করে, কৌশলে ফাঁদে ফেলে অন্যায় কাজে বাধ্য করে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান এ রকম অপরাধ কর্মকান্ড থেকে। নারীরা আজ প্রতিবাদ করতে শিখেছে। নারীদের স্বাবলম্বী করতে সকল কর্মকান্ডে আমার সর্বাত্নক সহযোগীতা থাকবে। 


উল্লেখ্য, ১৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আলহাজ¦ মকসুদুর রহমান জাবেদের তৎপরতা চলছে। গত সাড়ে ৪ বছর বিভিন্নভাবে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে দাড়িয়েছেন সাধ্যমত। করোনাভাইরাসের দূর্যোগ মুহুর্তে তার কার্যক্রম প্রসংশিত হয়েছে ওয়ার্ডবাসীর কাছে। এরআগেও ২০১৬ সালে নির্বাচনে অংশ গ্রহণ করেন তিনি।