নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে ১৩ দিনে মৃত্যু নেই, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১৫, ৪ জুন ২০২১

নারায়ণগঞ্জে ১৩ দিনে মৃত্যু নেই, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ কমছে নারায়ণগঞ্জে। গত ১৩ দিনে কোন ‍মৃত্যু নেই। মৃত্যু সংখ্যা ২১৭ জনেই আছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৩৪ জনের। এতে আক্রান্ত হয়েছে ৪ জন। এতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৩৬৯ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ২১ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১১ হাজার ২৪৪ জনের।

এদিকে গত  ২২ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩দিনে কোন মৃত্যু নেই।

বৃহস্পতিবার ( ৩ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫ জন, সদরে মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৫১ জন, বন্দরে মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯০৫ জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।
 
 

সম্পর্কিত বিষয়: