নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসে

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৫৮০ আক্রান্ত ৭৯

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:০৮, ৪ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৫৮০ আক্রান্ত ৭৯

প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায়  নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮০ জনের। এতে আক্রান্ত হয়েছে ৭৯ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ হাজার ১৯২ জন।  সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৯৬ জন।   এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৬৭জনের। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩১৮ জনেই আছে।


শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৩ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭০২ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৮৩ জন, বন্দরে মারা গেছেন ৩০ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৮ জন।


উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।  ৃ