নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে চার প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৪, ২৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে চার প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৫ আসনে চার প্রার্থীর প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) বন্দর এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের তথ্যমতে, যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে দশ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী বাহাদুর শাহ এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।