নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

চার মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২৬, ১ আগস্ট ২০২২

চার মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪ মাদক ব্যবসায়ীর ১৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

রায় ঘোষণার সময় একজন আসামি মনির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি তিনজন পলাতক ছিলেন। পলাতক আসামিরা হলেন- মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক ও মো. আরিফ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


রোববার (৩১ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 


রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ৮ আগষ্ট রূপগঞ্জের ল্যাংটার মাজার এলাকায় পূর্বাচল ৩০০ ফিট সড়কের দক্ষিন পাশে ওকল উদ্দিনের ভাতের হোটেলের রাস্তার উপর হতে দুই লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে র‌্যাব। 


সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে ৪ আসামীকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
 

সম্পর্কিত বিষয়: