নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের

প্রকাশিত:০১:৫২, ২০ মে ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে হররানী ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সউদ মাসুদ, নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওন প্রমুখ৷

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে রোজিনা ইসলাম কয়েকটি রিপোর্ট করেছে। এর জন্য ওই মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তারা কথিত নথি চুরির অভিযোগ তুলে তাকে ৫ ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যকর্মীরা লিখবে এটাই স্বাভাবিক৷ অথচ দুর্নীতিবাজরা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে ৷ শত বছর পুরোনো আইনের মামলায় আবার রিমান্ডেও নিতে চায় ৷ এইসব নাটক ছেড়ে দিয়ে দুর্নীতিবাজদের ধরুন ৷ ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল করুন৷

তারা আরও বলেন, রোজিনা অত্যন্ত মেধাবী, সৎ ও সাহসী সাংবাদিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অগণিত তথ্য তার কাছে রয়েছে। যার জন্যে একটি নাটক সাজিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এভাবে নাটক নাটক খেলা আর খেলবেন না। রোজিনা বাংলাদেশে একজন নয়, হাজার হাজার রোজিনার জন্ম হয়ে গেছে। আজকে এই মানববন্ধন থেকে নিশর্তভাবে রোজিনার মুক্তি দাবি করছি। তার বিরুদ্ধে দায়েরকৃত এ অবৈধ মামলা বাতিল করা হোক। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, সমকালের প্রতিনিধি এম এ খান মিঠু, প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক পলাশ, আরটিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, সময় টিভির সৈকত আশিক, দৈনিক ভারের ডাকের জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন হোসেন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল, ডেসটিনির জেলা প্রতিনিধি মাহফুজ সিহান, সংবাদের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম প্রমুখ।