নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

সভাপতি তাজুল, সম্পাদক রবি 

নারায়ণগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২০, ২২ মে ২০২২

নারায়ণগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে (শনিবার) সকাল ১০ টায় ৩নং মাছ ঘাট সংলগ্ন অস্থায়ী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পযর্ন্ত। ভোট গননা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।


নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল মার্কায় ৫৫ ভোট পেয়ে নির্বাচিত রবি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় ৮৫ ভোট পেয়ে নির্বাচিত রাহাত হোসেন।

 

 কোষাধক্ষ্য পদে দেয়াত কলম মার্কায় ৫৪ ভোট পেয়ে নির্বাচিত লিটন মিয়া ও সদস্য পদে আপেল প্রতীকে ৫৬ ভোট সুজন মিয়া, চাবি প্রতীকে ৫১ ভোট সেলিম, ডাব প্রতীকে ৫৭ ভোট জুলহাস, হাঁস প্রতীকে ৫২ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়ন। ফলাফল ঘোষণার পর সকলে মিলে নব নির্বাচিত কমিটিকে বরণ করে নেন।


সমবায় বিভাগের তত্ত্বাবধায়নে নির্বাচনে উপস্থিত ছিলেন জীবন চন্দ্র দাস পরিচালক জেলা সমবায় অফিসার নারায়ণগঞ্জ, জাকির হোসেন জেলা সমবায় অফিসার নারায়ণগঞ্জ, আমিনুল আহসান তাঁত বিশেষজ্ঞ জেলা সমবায় অফিসার নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারি পরিচালক নারায়ণগঞ্জ সদর। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হকার্স সমবায় সমিতির সদস্য কামরুল ইসলাম রোমান। 


কমিটির নব নির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম বলেন, সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমি পাশ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলকে একসাথে নিয়ে সুন্দর করে কমিটি পরিচালনা করতে পারি। যারা প্রতিদ্বন্দ্বীতা করেছেন তারা সকলেই আমার ভাই। মন খারাপ করার কিছু নাই আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করে কমিটিকে সুন্দর করে তুলবো।


উল্লেখ্য, নির্বাচনে মোট প্রার্থী ১৫ জন অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১০৯ জন। যার মধ্যে ২ জন বিদেশ ও একজন গুরুতর অসুস্থ থাকায় মোট ৩ জন তাদের ভোট প্রধান করতে পারেনি। এতে সভাপতি পদে জালাল আবেদিন  মাছ প্রতীক ও মো.তাইজুল ইসলাম চ্যায়ার প্রতীক নিয়ে লড়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে মো.রবি হোসেন গোলাপ ফুল  ও মো.সোহেল মিনার প্রতীক নিয়ে লড়েছেন । সহ-সাধারণ সম্পাদক পদে ২জন মো. রাহাদ হোসেন আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন বাইসাইকেল প্রতীক নিয়ে সহ সভাপতি মো. মেহেদি হাসান বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হলেও  সদস্য  পদে লড়েছেন সর্বমোট ৬ জন।

সম্পর্কিত বিষয়: