নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

সাংবাদিক নুরজ্জামানের উপর হামলায় বন্দর প্রেসক্লাবের প্রতিবাদ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:০৪, ১৯ জুলাই ২০২২

সাংবাদিক নুরজ্জামানের উপর হামলায় বন্দর প্রেসক্লাবের প্রতিবাদ 

ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বাহিনী সন্ত্রাসী  হামলায় বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি নূরজ্জামান মোল্লা জখমের ঘটনায় বন্দরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ইমরান মৃধা, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, প্রচার সম্পাদক শাহ জামাল, সাবেক যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য হাজী নাছির উদ্দিন ও সদস্য দ্বীন ইসলাম দীপু  প্রমুখ। প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দরে প্রবীন সাংবাদিক এস.এম. আব্দুল্লাহ, সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্নাসহ বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বন্দরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ মর্মহত হয়েছে। আমরা এ ঘটনার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদেন আপনারা সাংবাদিক নির্যাতনকারি মদদ দাঁতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহন করুন।

 

উল্লেখ্য গত রোববার সকালে বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় স্কুল ছাত্রী অপহরণ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে  কামাল চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলায় বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানব জমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরজ্জামান মোল্লা মারত্মক ভাবে জখম হয়।