নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ জুলাই ২০২৫

প্রেসক্লাবের নবনির্বাচিত প্যানেলের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪০, ৮ জুলাই ২০২৫

প্রেসক্লাবের নবনির্বাচিত প্যানেলের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাত 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল প্রেসক্লাবের নবনির্বাচিত প্যানেলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। 

এসময় কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ অন্যন্যদের সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারা কলমসৈনিক। আপনাদের সঠিক নিউজের মাধ্যমে জাতি উপকৃত হবে এই প্রত্যাশা করি। তাছাড়াও আগামী নির্বাচনে আপনাদের সঠিক তথ্য ও সংবাদের মাধ্যমে আমরা উপকৃত হবো বলে আশাবাদী।

ইসলামী আন্দোলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সমাজকল্যাণ সম্পাদক মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।