নারায়ণগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জ কার্যকরী কমিটির উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। গত শুক্রবার বাদ মাগরিব নামাজের পর চাষাঢ়া বালুরমাঠ অস্থায়ী কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও সমাজ সেবক দীল মোহাম্মদ দীলু ও গাজী মো: শাহা আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায় শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মো: মোস্তাফা, ইকবাল সোবহান, মো: রাজিব, অহিদুল রহমান আরিফ, মো: হায়াত আলী শেখ, মো: নুর উদ্দিন সাগর, আ, র, মিলন প্রধান, হাবিবুর রহমান রিপন, রতন হোসেন সাদ, আবুল হোসেন, জাহাঈীর টিপু ও মো. জাহিদ হোসেন প্রমুখ।


































