নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে নদী রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪১, ৫ জুন ২০২১

নারায়ণগঞ্জে নদী রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও" এ স্লোগানে নদী রক্ষা করার উদ্দেশ্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মানববন্ধন করেছে। শনিবার (৫ জুন)  বেলা সাড়ে ১১টায় নারায়নগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে িএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন. সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়নগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, সদস্য ইফাজ আহমেদ, উপদেষ্টা ধীমান সাহা জুয়েল, উপদেষ্টা আবু সাইম বিপ্লব,উপদেষ্টা রঘু অভিজিৎ রায়। 

 

বক্তব্যে তাঁরা বলেন," আমাদের দুটি মূল নদী শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করতে হবে।নদীর পারে বসে স্নিগ্ধ ঠান্ডা বাতাস উপভোগ করার কোন উপায় নেই। পাশ কাটিয়ে আসার সময় নাকে ভেসে আসে দূর্গন্ধ যুক্ত বাতাস।বৃক্ষ রোপন করে পরিবেশে অক্সিজেনের ঘাটতি পূরন করতে হবে।এবং মাঝে কয়েক বছর পলিথিনের ব্যবহার কম হলেও এখন আবার এর ব্যবহার ব্যপক পরিমানে হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।

সম্পর্কিত বিষয়: