নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৬:২৭, ১৫ জুন ২০২১

আড়াইহাজারে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান

মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ জুন) আড়াইহাজার উপজেলার মানুুষকে সচেতনা করার লক্ষে লোকগান, নাটিকা বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারমূলক কাজ করা হয়েছে।

 
সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা এই কর্মসূচীর উদ্বোধন করেন। 


এই সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ  আশরাফুল আমীন, ডাঃ চেমন আরা, ডাঃ গোলাম মোস্তফা প্রিন্স ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ  প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন ৪ র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুস্টি সেক্টর।

 

ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, কোভিড ১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারীর ভয়াবহ রুপ ধারণ করেছে। তার প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

 

সংশ্লিষ্টরা জানায়, ‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় স্বাস্থ্য অধিদফতরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুারো’র লাইফস্টাইল, হেল্থ অ্যান্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্যশিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচরণামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।