নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে আগুনে  একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৭, ৬ ডিসেম্বর ২০২১

আড়াইহাজারে আগুনে  একই পরিবারের ৪ জন দগ্ধ

আড়াইহাজারে একটি বাসায়  আগুনে দুইশিশুসহ একই পরিবারের  ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয়বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করাহয়েছে। 


সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৬ টায়   উপজেলার দুপ্তরা ইউনিয়নের  কুমারপাড়া  গ্রামের সোলায়মানের বাসায়  এ অগ্নিকান্ডের ঘটনা  ঘটে। দগ্ধরা হলেন বাড়ির মালিক কাপড় ব্যবসায়ী সোলায়মান হোসেন (৫০), তার স্ত্রী রীমা আক্তার (৩৮) ও তাদের সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৪)।


দগ্ধ রীমা আক্তার  জানান, আড়াইহাজারের কুমারপাড়া এলাকায় তাদের বাড়ির নিচ এক তলায় তার স্বামী সোলায়মান কাপড়ের ব্যবসা করেন। ছেলে মাহিদ একটি স্কুলেপড়ে।  আর ছোট ছেলে আরশ এখনও স্কুলেভর্তি হয়নি। ভোরে তার স্বামী সোলায়মান ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা। ভোরের রাান্না ঘরে যায় পানি গরম করার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে ইএকটি বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়। এরপরে সেই আগুনে তারা দগ্ধ হয। 


দগ্ধ মাহিদের চাচি হাওয়া বেগম জানান, তারা একই বাড়িতে থাকেন। ভোরে বিকট বিস্ফোরণে ও  তাদের চিৎকারে ঘুম ভেঙে যায়। মাহিদের ঘরে গিয়ে দেখি দগ্ধ হয়ে পড়ে আছে ওরা চারজন। পরে দ্রুত তাদেরবার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয় । বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দগ্ধ সোলায়মানের অবস্থা আশংকা জনক। বাকীদের অবস্থা কিছুটা ভালো 


সোলায়মানের চাচা কাইয়ুম বলেন,  সিলেন্ডারের পাইপ লিকেজ থেকে আগুল লেগে   বিস্ফোরণ ঘটেছে। পরে সেই আগুনে তারা  দগ্ধ হন।  


সোলায়মানের  চাচাতো ভাই ইউনুস জানান, ভোর রাতে গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ হয়ে একতলা বাসায় জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আড়াইহাজারের ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহজাহান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলেন্ডার বা লিকেজ থেকে এই আগুনের সুত্রপাত হয়।  তবে  তদন্ত  সাপেক্ষ বিন্তারিত বলা যাবে।