নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে দগ্ধ সোলাইমানের মৃত্যু, জানেন না চিকিৎসাধীন স্ত্রী-সন্তানেরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০১, ৮ ডিসেম্বর ২০২১

আড়াইহাজারে দগ্ধ সোলাইমানের মৃত্যু, জানেন না চিকিৎসাধীন স্ত্রী-সন্তানেরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ মো. সোলায়মান হোসেন (৪২) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 
সোমবার (৬ ডিসেম্বর) রাতে সোলায়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া।  


একই ঘটনায় সোলায়মানের স্ত্রী রীমা আক্তার (৩০) ও দুই সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তরে তারা জানেননা বেচে নেই তাদের প্রিয়জন মো. সোলায়মান।

 

হাসপাতালের বিছানায় শুয়ে তাঁরা সোলাইমানের সুস্থ হয়ে উঠার অপেক্ষা করছেন। মঙ্গলবার সকালে তাঁর দাফন হয়। এরআগে সোমবার ভোর ৬টার দিকে আড়াইহাজার উপজেলার জলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়ার নিজ বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হন।  


মা-বাবার মৃত্যুর পর দুই সন্তান মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান ও স্ত্রী রীমা আক্তারকে নিয়ে তাঁর সংসার। রূপগঞ্জের গাউসিয়া মার্কেটে কাপড় বিক্রি করে বাড়িতে একতলা পাকা ভবন করেছিলেন। আগুনে সোলাইমানের সেই বাড়িও পুড়ে গেছে।


রীমা আক্তারের ভাই মো. দর্পণ বলেন, রবিবার রাত সাড়ে নয়টার দিকে সোলাইমানের মৃত্যু হয়। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সোলাইমানের স্ত্রী ও দুই সন্তানকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি। তাঁরা শঙ্কামুক্ত। আজ বেলা ১১টার দিকে সোলাইমানের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সোলাইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শ্বাসনালিসহ সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান তিনি।


সোলাইমানের ভাবি হাওয়া বেগম বলেন, গতকাল সোমবার ভোরে বিকট শব্দ ও চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। সোলাইমানের ঘরে গিয়ে দেখা যায়, পরিবারের সবাই দগ্ধ হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। পরে বাড়ির অন্য সবার সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।