নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

পেশিশক্তির চাপে জাল ভোট দেয়ার সুযোগ নাই : ওসি দীপক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫২, ২৯ ডিসেম্বর ২০২১

পেশিশক্তির চাপে জাল ভোট দেয়ার সুযোগ নাই : ওসি দীপক

বন্দর থানার অফিসার ইনচার্জ  দীপক চন্দ্র সাহা বলেন, আমি আজকে কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী মাঈনউদ্দিন ভাইয়ের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরনের মাধ্যমে আপনাদের একটি ম্যাসেজ দিতে চাই। বন্দর এলাকায় পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। এজন্য পুলিশ প্রশাসনকে আপনাদের সহযোগিতা করতে হবে। 


সমাজ থেকে মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য আপনাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকলে মাদক নির্মূল সম্ভব নয়। আপনাদের ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিন আপনাদের সাথে নিয়ে মাদকমুক্ত নগরী করব।


বন্দরের প্রবাসী ব্যবসায়ী হাজী মাঈনউদ্দিনের উদ্যোগে ৩শ’ সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় ২১নং ওয়ার্ড শাহীমসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ  শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ওসি দীপক আরো বলেন, আগামী ১৬জানুয়ারী সিটি নির্বাচন। বিগত

সময়ে আপনারা দেখেছেন অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ গ্রহনযোগ্য ভাবে আমরা ইউনিয়ন নির্বাচনগুলো সম্পন্ন করেছি। ঠিক তেমনী সিটি কর্পোরেশন নির্বাচনগুলোও সেভাবে হবে। কারো পেশিশক্তির চাপে জাল ভোট দেয়ার সুযোগ নাই। আপনারা নিশ্চিৎ থাকেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। 


বন্দর থানা পুলিশের কঠির হুশিয়ারী দেয়া আছে। যদি কেউ আইনশৃঙ্খল বহির্ভূত কোন কাজ করেন কোন ছাড় দেয়া হবেনা। পরিশেষে আজকে মহতী উদ্যোক্তা হাজী মাঈন উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন সে যাতে আরো ভাল ভাল কাজ করতে পারে।


হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নেতা শেখ কামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মতিউল্লাহ মিন্টু, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফ,পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান,আলী হোসেন হাজারী, সদস্য শাহজাহান সিকদার, সামসুল হাসান, আনোয়ার হোসেন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মাহমুদ উল্লাহ সরকার, রোহান সরকার, আবু বকর সিদ্দিক, শাহীন ভূইয়া, দিপু, হাসান, উজ্জল, সাঈদ প্রমূখ।