ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামীলীগের ৬জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম(৪২), পিলকুনি এলাকার মোঃ সানি মোল্লা (২৪), ম ধর্মগঞ্জ এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে সুইচ গিয়ার ফাহিম (৩০) ও পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)। মঙ্গলবার রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়াও তারা ফতুল্লায় আতংক সৃস্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


































