নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

ফতুল্লায় প্রতারণার মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:১৯, ২০ জুন ২০২১

ফতুল্লায় প্রতারণার মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাল- জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ফতুল্লা আলীগঞ্জ ব্রিক ফিল্ড ও সিএনজি পাম্প ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার আলীগঞ্জের মৃত রহিমুদ্দিনের পুত্র ব্রিক ফিল্ড ও সিএনজি পাম্প ব্যবসায়ী হাজী সাহাবুদ্দিন (৭৫) ও তার পুত্র তালহা (৩৫)।

শনিবার (১৯ জুন) দুপুরে  তাদের  আলীগঞ্জস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, আবুল হাসনাত নামক এক ব্যক্তি বাদী হয়ে জাল-জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে হাজী সাহাবুদ্দিন ও তার পুত্র তালহার বিরুদ্ধে আদালতকে লিখিত ভাবে অবগত করেন। আদালত বাদীর লিখিত অভিযোগটি আমলে নিয়ে তা ফতুল্লা মডেল থানাকে মামলা হিসেবে গ্রহন করার নির্দেশসহ আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে তা মামলা হিসেবে গ্রহন করে শনিবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জস্থ হাজী সাহাবুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন : ফতুল্লায় আন্ত:জেলা সিএনজি চোর গ্রেপ্তার, ২ সিএনজি উদ্ধার

সম্পর্কিত বিষয়: