নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচিতে ১৫৯৮ জন নারীর প্রশিক্ষন শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২১

মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচিতে ১৫৯৮ জন নারীর প্রশিক্ষন শুরু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচী আওতায় উপকার ভোগীদের প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচীতে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় ১৫৯৮ জন নারীদের একাধারে ৩ বছরের জন্য প্রশিক্ষন পর্যায়ক্রমে প্রশিক্ষন দেয়া হবে।

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের হলরুমে গত মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।


এ প্রকল্পের বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ পেয়েছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রং মেলা নারী কল্যাণ সংস্থা। প্রশিক্ষন এ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন,মহিলা বিষষক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের পোগ্রাম অফিসার আন্জুমান আরা,  ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনসহ  রং মেলা নারী কল্যন সংস্থার সভানেত্রী সাবিরা সুলতানা নীলা। 
 

সম্পর্কিত বিষয়: