নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪

ফতুল্লায় ৯ বছরের বিরোধ মিটালো অতিঃ পুলিশ সুপার নাজমুল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় ৯ বছরের বিরোধ মিটালো অতিঃ পুলিশ সুপার নাজমুল 

ফতুল্লায় চলাচলের রাস্তার জন্য মাত্র দেড় ফুট জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলে আসছিলো বিগত ৯ বছর ধরে। এনিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ১৩টি মামলা দিয়েছে।

 

আর মামলা গুলোতে পুলিশের তৎপরতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্যালয়ে প্রায় শতাধিক অভিযোগ করেছে উভয় পক্ষ। এছাড়াও ৩৩ বার স্থানীয় গ্রাম শালিশ করেছে তারা। কিন্তু কোন কিছুইতেই মিলেনি তাদের সমাধান।


অবশেষে  নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান মাত্র এক ঘন্টায় ওই বিরোধ মিমাংসা করেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর)রাতে ফতুল্লার আদর্শ নগর এলাকায় বিল্লাল হোসেন ও হাজেরা আক্তার মুক্তা নামে দুই প্রতিবেশীর এ বিরোধ মিমাংসা করা হয়। 


তাদের দুজনের মধ্যে বিল্লাল হোসেন এক ফুট ৬ ইঞ্চি ও হাজেরা আক্তার মুক্তা এক ফুট ৯ইঞ্চি জমি সড়কের জন্য ছেড়ে দিবেন। অতিরিক্ত পুলিশ সুপারের এ সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নিয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। অতিতে যে ভুল করেছে তার জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরেছেন।


এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ফতুল্লার আদর্শ নগর এলাকায় বিল্লাল হোসেন ও হাজেরা আক্তার মুক্তার মধ্যে সড়কের জন্য মাত্র দেড় ফুট জমি নিয়ে ৯বছর ধরে বিরোধ চলে আসছে। এরমধ্যে তারা একে অপরের বিরুদ্ধে আদালতে প্রায় ১৩টি মামলা করেছেন।

 

মামলা গুলোতে পুলিশের তৎপরতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রায় শতাধীক অভিযোগ করেছে তারা। স্থানীয় শালিশ বৈঠকও কম হয়নি। কিন্তু কেউ সমাধান দিতে পারেনি। তাদের মামলা গুলোও আদালতে বিচারাধীন রয়েছে।

 

অবশেষে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক ঘন্টা বৈঠকে তাদের সমস্যার সামাধান দেয়া হয়েছে। 

 

সমাধানের সময় ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান,পরিদর্শক (আইসিপি) শহিদুল আলম,শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: