নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪

হিন্দু ও মুসলিম নেতাদে যৌথ সভা

নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না

প্রকাশিত:০২:০২, ১৯ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হিন্দু ও মুসিলম নেতাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত ফতুল্লা মডেল থানায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তরা বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবেনা। নারায়ণগঞ্জে ১৩৯ বছর যাবৎ পূজা অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জের মাসদাইরে পাশাপাশি কবরস্থান, শ্মশান ও মেনন এবং মসজিদ রয়েছে, যা নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন, তাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা-আস্থা এবং বিশ্বাস একে অপরের প্রতি চলমান রয়েছে। শান্তি প্রিয় এই নারায়ণগঞ্জে ধর্মের নামে কাউকে উশৃঙ্খলতা করতে দেয়া হবেনা। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। যারা অপরাধ করবে তারা অপরাধী। ধর্ম দিয়ে তাদের পরিচিতি দেয়া ঠিক নয়। 

 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসানের তদারকিতে অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের সভাপতিত্বে দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষধের সদস্য সচিব রঞ্জিত মন্ডল,নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সাধারন সম্পাদক মাওলানা হারুন অর রশিদ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রঞ্জিত মোদক,ফতুল্লা থানা ওলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিবু দাস,মাওলানা উজিউল্লাহ,মাওলানা রেজাউলক করিম,বীরেন্দ্র মন্ডল,ফতুল্লা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও থানা আওয়ামলীগের সহসভাপতি মোস্তফা কামাল,ফতুল্লা রিপোটার্স ইউনিটের সভাপতি নুরুল ইসলাম,ফতুল্লা মডেল প্রেসক্লামের সভাপতি আনিসুজ্জামান অনু,সাধারনসম্পাদক ফরিদ আহমেদ বাধন,ফতুল্লা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন,পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম,পরিদর্শক তরিকুল ইসলাম, এসআই হারেজ।

সম্পর্কিত বিষয়: