নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

সেই মোটরসাইকেল ফতুল্লা থেকে চুরি, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৬, ১১ জুন ২০২২

সেই মোটরসাইকেল ফতুল্লা থেকে চুরি, গ্রেপ্তার ৩

সোনারগাঁও থানার মাদক মামলার জব্দকৃত আলামত মোটরসাইকেল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের গাড়ি চালকের ফতুল্লার বাসা থেকে চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। তবে উদ্ধার করতে পারেনি চুরি যাওয়া মোটর সাইকেলটি।  

 

গত বুধবার ভোরে ফতুল্লার চর রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলো- আজিজ, হাবিব ও সাকিব। এঘটনায় গাড়ি চালক আল আমিন গ্রেফতারকৃত ৩জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।


আল আমিন জানান, জজ স্যারের গাড়িতে অনেক তেল খরচ হওয়ায় সরকারী কাজে বিভিন্ন স্থানে আসা যাওয়ার জন্য স্যারের নির্দেশে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্যার সোনারগাঁও থানার মাদক মামলা নং ১০(৪)২২, ধারা- মাদক দ্রব্য আইনের ১৪(গ) ৩৮ মূলে জব্দকৃত ইয়ামাহা কোম্পানীর ৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের মোটর সাইকেলটি আমাকে ব্যবহারের জন্য দেন।


গত বুধবার ভোরে (৮ জুন) আমার বাসার নিচ থেকে সেই মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। পরে স্থানীয় একটি ফ্যাক্টরীতে থাকা সিসি ক্যামেরার ভিডিওতে গ্রেফতারকৃতদের দেখেন মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছে।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী বলেন, ৩ জনকে গ্রেপ্তার করা

 

হয়েছে। চুরি হওয়া মোটর সাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি। চেষ্টা চলছে মোটর সাইকেলটি উদ্ধারের।
এবিষয়ে জানতে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানের মুঠোফোনে একাধীকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 


তবে আইনজীবীরা জানান, কোন মামলার জব্দকৃত আলামত বিচার শেষ না হওয়া পর্যন্ত রাষ্টীয় কোন কাজে ব্যবহারের বিধান নেই। তবে জব্দকৃত গাড়ি প্রকৃত মালিকের জিম্মায় আদালত চাইলে শর্তসাপেক্ষে দিতে পারেন।