নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

অপরাধ দূর করতে প্রয়োজন পারিবারিক উদ্যোগ : অতি. পুলিশ সুপার তরিকুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৩, ২০ জুন ২০২২

অপরাধ দূর করতে প্রয়োজন পারিবারিক উদ্যোগ : অতি. পুলিশ সুপার তরিকুল

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) তরিকুল ইসলাম বলেন, অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি প্রয়োজন পারিবারিক  উদ্যোগ। পারিবারিকভাবে  আপনার সন্তানকে বুঝান।

 

আপনি বাবা, মা আপনারই দায়িত্ব, আপনার সন্তানকে আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনারই বেশি দায়িত্ব। সমাজের অপরাধ দমনে পুলিশ সদা তৎপর।

 

তিনি সমাজের অপরাধ দূর করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


রবিবার (১৯ জুন) বিকালে সোনারগাঁ থানার ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। 


সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ডাকাত, ইভটিজার, চাঁদাবাজ, ভূমিদস্যু অপরাধীদের সোনারগাঁয়ে কোন স্থান দেওয়া হবেনা। 


এসময় সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম, ইন্সপেক্টর মাহফুজুর রহমান (অপরাধ), সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।