নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

বন্দরে জামান ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০২, ২৩ জুন ২০২২

বন্দরে জামান ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বন্দরে পরিবেশ ছাড়পত্র না নিয়ে পরিবেশের ক্ষতিসাধন করে ইট প্রস্তত করায় জামান ব্রিকসের মালিক নুরুজ্জামানকে বিভিন্ন ধারায় ৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের জেল দিয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশ আদালত। 


বুধবার (২২ জুন) সকালে পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন।


পরিবেশ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ ছাড়পত্র না থাকায় জামান ব্রিকসের মালিক নুরুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দিয়েছেন আদালত। 


এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন আদালত। 


অন্যদিকে নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন করায় এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন আদালত।


এর সত্যতা নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারী) সাইফুল মীর। 


তিনি জানান, নূরুজ্জামান তাৎক্ষনিক জরিমানার সব টাকা পরিষোধ করায় তাকে মুক্তি দিয়েছেন আদালত। এছাড়াও পরিবেশ আদালত আইন ২০১০ এর  ৬ (২) ধারার বিধান অনুযায়ী ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
 

সম্পর্কিত বিষয়: