নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

বন্দর উপজেলায় হাটের ইজারা না হলেও পোস্টার, ফেস্টুনে সয়লাব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৮, ২৮ জুন ২০২২

বন্দর উপজেলায় হাটের ইজারা না হলেও পোস্টার, ফেস্টুনে সয়লাব

বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ এলাকায় কোন গরুর হাটের ইজারা না হলেও প্রচার প্রচারনায় ব্যস্ত একাধিক মহল। গরুর হাটের ইজারা না হলেও মদনপুর ইউনিয়নের ফুলহরস্থ গরুর হাট হচ্ছে এমন পোস্টার, বিশাল আকারে ফেস্টুন, গেইটে সয়লাব। 


মদনপুর ফুলহরস্থ ইটখোলায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট হচ্ছে। ইটখোলার মালিক অহিদুজ্জামান অহিদ হাটের ইজারা পেয়েছে বলে পোস্টার, ফেস্টুন, গেইট করে দিব্যি প্রচারনা চালাচ্ছে।


 উপজেলা সূত্রে জানা গেছে এখন পর্যন্ত কোন গরুর হাট ইজারা দেয়া হয়নি। কেউ যদি সেচ্ছায় এরুপ প্রচার করে তাহলে দায়বার তার। হাট ইজারা দেয়ার নিয়ম অনুযায়ী সিডিউল বিক্রি করা হবে। নিয়মের বাহিরে কোন প্রকার সুযোগ দেয়ার অবকাশ নেই। 


এদিকে, ইজারা ছাড়া গরুর হাটের পোষ্টার, ফেস্টুন ও গেইট নিয়ে সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া। এ গরুর হাট নিয়ে দেখা দিয়ে পারে অপ্রীতিকর কোন ঘটনা। এবং গরু বেপারীরা প্রতারণার শিকার হতে পারেন বলে আশংকা করছেন সচেতন মহল। 
 

সম্পর্কিত বিষয়: