নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪

সেই পাতানো নির্বাচনে আমরা আর যাবোনা : আজাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩১, ৩০ জুন ২০২২

সেই পাতানো নির্বাচনে আমরা আর যাবোনা : আজাদ

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, গত নির্বাচনে কি হয়েছে তা সবাই জানেন। দিনের ভোট আগেরদিন রাতেই হয়ে গেছে। এবার সরকারের ঘুম হারাম হয়ে গেছে, সরকার শান্তিতে নাই। 


বর্তমান সরকার যন্ত্রনার মধ্যে রয়েছে। তারা আবারও একটা পাতানো নির্বাচন করতে চায়। আমরা সেই পাতানো নির্বাচনে আর যাবোনা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীক নির্দেশনায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে যাবো।


বুধবার (২৯ জুন) বিকেল তিনটায় আড়াইহাজার উপজেলাধীন পাচরুখী এলাকায় আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১০টি ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। 
আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজাদ বলেন, বিএনপি'র যেকোনো আন্দোলন সংগ্রামে আড়াইহাজার বিএনপি'র ও অঙ্গসংগঠন অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। 


আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিবেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে আড়াইহাজার স্বেচ্ছাসেবক দল অন্তত কঠিন ভূমিকায় অবতীর্ণ হবে। এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।


আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু'র সভাপতিত্বে ও সদস্য সচিব সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিশেষ বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সাবেক সদস্য মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক শফিউদ্দিন শফু, মাসুম শিকারী, আড়াইহাজার পৌরসভা বিএনপি'র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম, আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন।