নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

বন্দরে ইয়াবা সম্রাট বিপ্লবসহ গ্রেপ্তার ২  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১১, ২২ জানুয়ারি ২০২৩

বন্দরে ইয়াবা সম্রাট বিপ্লবসহ গ্রেপ্তার ২  

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়বা ট্যবলেটসহ ২১ নং ওয়ার্ডের কুখ্যাত মাদক সম্রাট বিপ্লবসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল (৩২) নামে আরো এক মাদকা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।  

 

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে (২১ জানুয়ারী) শনিবার সকালে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ পলাতক আসামী রাসেলকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করে। যার মামলা নং- ২৮(১)২৩।

 

এর আগে  গত (২০ জানুয়ারী) রাত পৌনে ১২টায় বন্দর থানার সোনাকান্দা ত্রিবেনী ব্রীজের জনৈক জুয়েল মিয়ার টিনসেট মার্কেটের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা নোয়াদ্দাস্থ ত্রীবেনীপুল সংলগ্ন এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চিহিৃত মাদক সম্রাট বিল্পব (৪২) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (২৭)। ও পলাতক আসামী রাসেল কুমিল্লা জেলার মাদক কারবারি।

 

থানা সূত্রে জানা গেছে, সোনাকান্দা নোয়াদ্দা এলাকার চিহিৃত মাদক সম্রাট বিল্পব দীর্ঘ দিন ধরে সোনাকান্দা, এনায়েতনগর, ঋণিপাড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিল্পব ও দুলালের দেহ তল্লাশী চালিয়ে ওই দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

 

অপর মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে  গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।