নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে করোনা যোদ্ধার সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ১৬ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে করোনা যোদ্ধার সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের পর জিম্মি করে অপপ্রচার ও হত্যার চেষ্টার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন করোনা যোদ্ধা মো: সানাউল্লাহ বেপারী। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানাউল্লাহ বেপারী বলেন, তিনি সোনারগাঁ উপজেলা করোনা যোদ্ধা টিমের সভাপতি।

উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনকে তার ফুফাতো ভাইয়ের জমি ভরাটের কাজ নেয়। কিন্তু চৌদ্দ হাজার ফুট বালু ফেলে অনিয়ম করে চব্বিশ হাজার ফুট বালু ভরাটের টাকা চায়।

আমি তাদের বাধা দেওয়ায় গত ৪ এপ্রিল আওলাদ হোসেন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরণ করে হত্যা চেষ্টা চালায়।

পরে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বকভাবে মিথ্যা একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার সম্মান হানি করে। তিনি এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। 

তিনি আরও বলেন, বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, সরকার বিরোধী জ্বালাও পোড়াও মামলা সহ ১৫টি মামলা রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, বাবুল ভূইয়া, আবু তালেব, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম ও আজিজুল হক।