নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা স্বাধীনতাকে পরিবারিক অর্জন বানিয়েছে : কাজী মনির

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩২, ১৭ আগস্ট ২০২৪

শেখ হাসিনা স্বাধীনতাকে পরিবারিক অর্জন বানিয়েছে : কাজী মনির

 কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বাধীনতা হলো জাতীয় অর্জন সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু শেখ হাসিনা স্বাধীনতাকে পারিবারিক অর্জন বানিয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকেলে তারাব পৌরসভার রূপসী এলাকায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি মন্তব্য করেন।

এসময় আরো তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবর রহমান, যুবদলের নেতা  আবু মাসুম, সুলতান  মাহমুদ,  মঞ্জুর  রহমান মঞ্জু, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, সূজন ভুইয়া, আক্তার হোসেন, আব্দুল কাদির রাজিব,   ইব্রাহিম দেওয়ান, মাহমুদুল হাছান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার প্রমূখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।