সোনারগাঁয়ের কাঁচপুরে ছাত্র -জনতা জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের স্মরনে "শহীদ আবু সাইদ স্মৃতি পাঠাগার" নামে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে কাঁচপুরে কয়েক শত বিপ্লবী ছাত্র জনতা উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
পরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদসহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে পাঠাগার উদ্বোধনের পূর্বে মিছিল ও মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে কাঁচপুরের রাজপথকে প্রকম্পিত করে তুলে বিপ্লবী ছাত্র জনতা। অত্র পাঠাগারের মাধ্যমে কাঁচপুরে শিক্ষার আলো প্রসারে এক নতুন দুয়ারের উন্মোচন হবে বলে মনে করেন কাঁচপুরের ছাত্র জনতা।


































