নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ নভেম্বর ২০২৫

আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আড়াইহাজারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলেদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম। এছাড়া বিশনন্দী ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি বলেন, মা ইলিশ সংরক্ষণ ও অবাধ প্রজননের সুযোগ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলেদের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়।
 

সম্পর্কিত বিষয়: