নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৮  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০২, ৯ অক্টোবর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৮  

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত নারী পলাতক আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত চন্দ্র ধরের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তারেক চন্দ্র ধর (৫২) ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মাহাবুব হাসান ওরফে বাবু (২৬) ।

লাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার মুন্না মিয়ার স্ত্রী ফারজানা আক্তার লাবুনী (৩৮) সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  মুন্না (৫০) একই এলাকার টুকু মিয়ার ছেলে  নজরুল ইসলাম (৫৫)।

বন্দর উইলসনরোড রেলী আবাসিক এলাকার হাসিবুল ইসলামের ছেলে শান্ত (২৮) উত্তর সাবদী এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সেলিম(৪০) ও একই এলাকার নুর আলম ওরফে নূর হোসেন মিয়ার ছেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১৭(২)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর (২০)।

ধৃতদের উল্লেখিত ওয়ারেন্টে বুধবার (৯ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: