নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে খামারে বিষপ্রয়োগ করে হাঁস হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২১, ৭ ডিসেম্বর ২০২৫

বন্দরে খামারে বিষপ্রয়োগ করে হাঁস হত্যার অভিযোগ 

বন্দরে বাড়ী জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে খামারে বিষপ্রয়োগ করে হাঁস ও শালিক পাখি হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ  চাচাত ভাই ও তার চাচী বিরুদ্ধে। 

এ ব্যাপারে ভুক্তভোগী খামার মালিক নাজমুল হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে চাচাত ভাই শাহীন ও চাচী আকলিমা বেগমকে আসামী করে   বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ৩৪২ নং সোনাবিবি রোড সোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য খামার মালিক  বন্দর থানার সোনাকান্দা স্কুলরোড এলাকার মৃত তোছাদ্দেক হোসেন মিয়ার ছেলে নাজমুল হোসেন জানান, একই এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে বিবাদী শাহীন আমার চাচাত ভাই ও তার মা আকলিমা বেগম আমার চাচী হয়। আমি ও আমার পরিবার পাশাপাশি একই বাড়ীতেই বসবাস করে আসছি।  

অভিযোগের বাদী নাজমুল পৈত্রিক জমিজমা বন্টননামা দলিল করিয়া শান্তিপূর্ন ভাবে ভাগভাটোয়ারা করে দীর্ঘ দিন যাবত ভোগদখল করে আসছি।

বন্দর থানাধীন এনায়েত নগর ম খন্ড মৌজাস্থিত আমাদের পৈত্রিক জমিজমা নিয়া বিবাদীদ্বয়ের সহিত দীর্ঘ দিন ধরে  বিরোধ চলছিল।  বাড়ীতে যাতায়াতের জন্য এজমালী রাস্তা আছে। উক্ত রাস্তা দিয়া আমরা সবাই চলাচল করি। বিবাদীদ্বয় পূর্ব শত্রুতা জের ধরে দীর্ঘ দিন ধরে আমাকে এজমালি রাস্তা দিয়া চলাচলের জন্য বাধা সৃষ্টি করছে।

এমনকি আমার জমিতে আমি কাজ করতে চাইলে বিবাদী আমাকে বাধা দিয়া হুমকি ধমকি দিচ্ছে। ১ নং বিবাদী শাহীন ও তার ছেলে ছাইয়ান আমাকে ও আমার পরিবারকে বাড়ী ছাড়া করবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করিয়া ব্যর্থ হই।

গত শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায়  নিজ বাড়ীতেই উল্লেখিত বিষয়াদী নিয়া বিবাদীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ক্ষতিসাধনের হুমিক প্রদান করে।

এর ধারাবাহিকতা রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আমার হাঁসের খামারে প্রতিপক্ষ শাহীন মিয়ার ছেলে ছাইয়ান বিষপ্রয়োগ করে ৬টি হাঁস ও ২টি শালিক পাখী হত্যা করে আর্থিক ক্ষতিসাধনসহ  অন্যান্য হাঁসগুলো অসুস্থ হয়ে পরে।

এ ব্যাপারে অভিযোগের বাদী  ন্যায় বিচারের আশায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 

সম্পর্কিত বিষয়: