নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

জালকুড়িতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:৫০, ১৮ জুলাই ২০২১

জালকুড়িতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি বেকারি ও একটি সুপার শপকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।


শনিবার (১৭ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে আবদুল্লা সুইটস এন্ড বেকারিকে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং এফ সি এফ সুপার শপকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


এছাড়া নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারিকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।
 

সম্পর্কিত বিষয়: