নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

সেবার মান বাড়াতে ভূলতা হাইওয়ে পুলিশের “ওপেন হাউজ ডে”

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২১

সেবার মান বাড়াতে ভূলতা হাইওয়ে পুলিশের “ওপেন হাউজ ডে”

ট্রাফিক পুলিশের সেবার মান বাড়াতে ও জবাবদিহিতমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় ভূলতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সালাউদ্দিন এর সভাপতিত্বে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন। ভূলতা  শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, গোলাকান্দাইল জাতীয়  শ্রমিক লীগের সভাপতি নেওয়াজ রফিকসহ ভূলতা ও গোলাকান্দাইল  এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনগণ উপস্থিত ছিলেন।


এ সময় ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন বলেন, আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা জেনে, সকলের মতামত নিয়ে জনগনের সেবার মান আরও বাড়াতে “ওপেন হাউজ ডে” নামে এই জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 


কোন ভুক্তভোগী তাঁর কাঙ্খিত সেবা সঠিকভাবে পেয়েছেন কি-না তা এখানে সবার সম্মুখে পর্যালোচনা করা হয়। কতজন সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা শুনে তাদের সেবা দিতে পেরেছি তার উপর নির্ভর করে এই অনুষ্ঠানের সফলতা।


এ ছাড়াও ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে ভুক্তভোগীদের উত্থাপিত নানান বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে গণমুখী পুলিশিং এর মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য ভূলতায় একটি নির্দিষ্ট দিনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিনটি উদ্দেশ্যে এই আয়োজন। 


প্রথমতঃ সেবা প্রদানকারী ও সেবা  গ্রহণকারীকে মুখোমুখি করা, যাতে করে পুলিশ সদস্যদের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত হয়।


 দ্বিতীয়তঃ পুলিশি সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা গুরুত্বসহকারে শুনে তাদের সেবা প্রদান করা। বিশেষ করে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 


তৃতীয়তঃ যারা সমাজের নেতা, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের পরামর্শ গুরুত্বসহকারে শোনা। যাতে করে পুলিশি সেবা নিশ্চিত করা যায়।


তিনি আরও বলেন, জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে যেমনি শতভাগ পেশাদারিত্বের সাথে আন্তরিকতা নিয়ে দেশমাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তেমনি জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

 

পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন ছাড়া শতভাগ পুলিশি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজের সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষদের কমিউনিটি পুলিশিংয়ের সাথে যুক্ত হতে হবে।


আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুদা ও দারিদ্রম্ক্তু, দুর্নীতিমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি সেটাকে আরো গতিশীল করতে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে।  তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য অভিভাবকদের ভূমিকা অপরিসীম।