নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

রূপগঞ্জে সোলেমান হত্যা : ২ আসামির আত্মসমর্পন, দায় স্বীকার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২১

রূপগঞ্জে সোলেমান হত্যা : ২ আসামির আত্মসমর্পন, দায় স্বীকার 

রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত সোলেমান নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার এড়াতে ৪ মাস পর আদালতে আত্নসর্মপণ করেছেন মামলার দুই আসামী। তারা হলেন, উপজেলার গর্ন্ধবপুর নামাপাড়ার এলাকার মো. রফিকের ছেলে মো. মামুন (৩২) এবং একই এলাকার ইব্রাহীমের ছেলে আবদুর রহমান (২৮)। রোববার গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই, নারায়ণগঞ্জ।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার তারা বিজ্ঞ আদালতে আত্নসর্মপণ করেন। পরে পিবিআই ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক আরিফুর রহমান আদালতে ২দিনের রিমান্ড শেষে রবিবার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ূন কবীর এবং শাকিল আহম্মেদ এর আদালতে প্রেরন করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আরিফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আত্নসর্মপণকারীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত আসামিদের নাম প্রকাশ করেন। বর্তমানে আদালতের নির্দেশে জেল হাজতে আছেন তারা। তদন্তের স্বার্থে  আসামিদের নাম গোপন রাখা হয়েছে।


উলেক্ষ্য, গত ১জুন বেলা সোয়া ১২টায়  রূপগঞ্জে গর্ন্ধবপুর নামাপাড়া মসজিদের পশ্চিম পাশে বালুর মাঠে  ডাকাত সোলাইমাকে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষনা করে।

 

পরদির সোলেইমানের ভাই রাজীব বাদী হয়ে রূপগঞ্জ থানার মামলা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার গুরুত্ব বিবেচনায় মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপর অর্পিত হয়।