নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

হাইব্রিডরা মনোনয়ন পাবে না : পাপ্পা গাজী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২১

হাইব্রিডরা মনোনয়ন পাবে না : পাপ্পা গাজী 

গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে উন্নত রাষ্ট্রে পরিনত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের  মানুষের আস্থা বাড়ছে।


বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরুনা এলাকায় বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মাঝিনা হইতে মাইলাবো পর্যন্ত রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, বরুনা বাজার হইতে বশুলিয়া ভায়া ফুটাতলী রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন, বরুণা বাজারের সেট, তালাশকুট হইতে সুতিরপাড় সড়ক ও বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, দলের হাইব্রিড নেতাদের কাজই হচ্ছে সুযোগ সুবিধা ভোগ করা এবং খারাপ সময়ে দল থেকে চলে যাওয়া। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী নেতারাই মনোনয়ন পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ত্যাগি নেতাদেরকে অবশ্যই আওয়ামীলীগের মনোনয়ন দিবেন। সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া হাইব্রিডরা মনোনয়ন পাবে না।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী। এতে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারন সম্পাদক মনিরুজ্জামান ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক নাদিম হোসেন অপু, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি জোসনা বেগম, সাধারন সম্পাদক আরজুদা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি শারমীন আক্তার রিমা, সাধারন সম্পাদক মরিয়ম আক্তার মলি সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায় ও কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন।