নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

রূপগঞ্জে ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

রূপগঞ্জে ১৪৪ ধারা জারি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সমগ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ নুসরাত জাহান গতকাল ২৭ সেপ্টেম্বর সোমবার ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। 


এ সময় পাঁচ বা ততোধিক লোকের জটলা, সমাবেশ কিংবা অস্ত্রবহন কিংবা ঘুরাঘুরি কিংবা মাইক বা হর্ণ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওয়ামীলীগের একাংশ ও অনুপ্রবেশকারীরা একাধিক স্থানে দুই গ্রুপের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটে। উত্তেজান দেখা দেয়। 


মিছিল-পাল্টা মিছিল বের করা হয়। তখন সরেজমিন পরিদর্শন করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ নুসরাত জাহান এ আদেশ জারি করেন।
 

সম্পর্কিত বিষয়: