নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

বন্দরে সদ্য অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারধর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২

বন্দরে সদ্য অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারধর

বন্দরে সদ্য অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের  নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে প্রতিপক্ষরা। গত ১২ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যার পর বন্দর থানার পিচকামতাল এলাকার সুজন মিয়ার মুদী দোকানের সামনে  পূর্বপরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।

 

আহত গিয়াসউদ্দিন পিছকামতাল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় আহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের উপ পরিদর্শক ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 


অভিযোগের সূত্রে জানাগেছে, বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের পিছকামতাল এলাকার গিয়াসউদ্দিন মিয়া ইউপি নির্বাচনে একটি পক্ষ নিয়ে কাজ করে।

 

মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াডের সোহেল মেম্বারের পক্ষে কাজ না করার জের ধরে গত ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় একই এলাকার নানা অপকর্মে অভিযুক্ত মোক্তার হোসেনের ছেলে শিপন, করিম মিয়ার ছেলে মাকসুদ, ফজলুল হকের ছেলে রুবেল, খলিল মিয়ার ছেলে সুজন, মৃত খালেক মিয়ার ছেলে কামাল, রুস্তম মিয়ার ছেলে কালু ও রামুরাবাগ  এলাকার আব্দুল বাতেনের ছেলে সাগরসহ অঞ্জাতনামা ৩/৪ জন মিলে বৃদ্ধা গিয়াস উদ্দিনকে রাস্তায় ফেলে প্রকাশ্য ফ্লিম¯ট্যাইলে  কুপিয়ে ও পিটিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চলে যায়।

 

এ রির্পোট লেখা পর্যন্ত আহত বৃদ্ধা গিয়াস উদ্দিন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

থানায় অভিযোগ করেও নীরহ বৃদ্ধর পরিবার শংকায় দিন কাটাচ্ছে। ঘটনার তদন্তে পুলিশ যাওয়াতে বিবাদীরা নানাভাবে ওই পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।