১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে নাশকতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রূপসী বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান ও মো. রফিকুল।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃতরা রাজনৈতিকভাবে লকডাউন কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে রূপসি ভোর পাস সহ বেশ কয়েকটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


































