নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ডকইয়ার্ডসহ  অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:৪৪, ১৮ জুন ২০২১

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ডকইয়ার্ডসহ  অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত শীতলক্ষ্যা নদীর তীরে ১৬টি ডকইয়ার্ড ও ১টি দোতলা ভবন, ড্রেজারের পাইপ, কাঁচাপাকা ঘরসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা  উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নদী তীরের ৫টি স্পটে সীমানা পিলার স্থাপনে ইতোপূর্বে বাধা প্রদান করায় সেগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে বিরোধ নিস্পত্তি করে স্থাপন করা হয়। 

বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।

বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ডকইয়ার্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন :রূপগঞ্জে চোরাই জ্বালানী তেলসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

সম্পর্কিত বিষয়: