নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে বিআরটিসি বাসে বর্ধিত ভাড়া নিলেও মানছেনা স্বাস্থ্যবিধি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৬:১৬, ২২ জুন ২০২১

রূপগঞ্জে বিআরটিসি বাসে বর্ধিত ভাড়া নিলেও মানছেনা স্বাস্থ্যবিধি 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে এশিয়ান হাইওয়ে সড়কের উপর পথচারীদের চলাচলের ফুটপাতে বাঁশ-খুটি দিয়েই বিআরটিসি বাস কাউন্টার র্নিমাণ ও বিআরটিসি বাসে দ্বিগুণ ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগ উঠেছে। এতে করোনা ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা।  


এছাড়া ফুটপাতে বাস কাউন্টার নির্মাণ করায় পথচারীরা ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে চলাচল করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সোমবার (২১জুন) সকাল ১০ টার দিকে বিআরটিসি বাস কাউন্টারে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।


 জানা যায়, গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার গোলাকান্দাইল ফুটপাতে বাস কাউন্টার ও পুরো সড়কজুড়ে বিআরটিসি বাস পার্কিং করে রাখায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও গুরুত্বপূর্ণ মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলতে গিয়ে বাঁধাগ্রস্ত হচ্ছে।


এছাড়া বিআরটিসি বাস হাইওয়ে সড়কে থেমে থেমে যাত্রী ওঠা-নামা করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অথচ এ নিয়ে হাইওয়ে পুলিশ বা স্থানীয় ফাঁড়ির পুলিশের কোনো নজরদারি নেই। ব্যস্ত সড়কে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে বাস কাউন্টার নির্মাণ করায় যানজটের সৃষ্টি হয়ে পথচারীর ভোগান্তি বাড়ছে। 


আরও জানা যায়, করোনা সংক্রমণরোধে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে গণপরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা প্রদান করা হয়।  বিআরটিসি বাস কাউন্টারটির ইজারা পান জিল্লুর নামে এক ব্যক্তি। গোলাকান্দাইল এলাকা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাসে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী উঠিয়ে চলাচল করছে বিআরটিসি। 


যাত্রীরা অভিযোগ করে বলেন, গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত একমাত্র বিআরটিসি বাসই চলাচল করে। গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ্বরোডের ভাড়া ৪০ টাকা হলেও আরো অতিরিক্ত ২৫টাকা বাড়িয়ে মোট ভাড়া নেওয়া হচ্ছে ৬৫ টাকা। 


এ রুটে অন্যকোন গণপরিবহন না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।


আড়াইহাজার থেকে আসা এক চাকুরিজীবী মানিক খন্দকার নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ্বরোড গিয়ে চাকুরি করি। পুরো রাস্তায় থেমে থেমে যাত্রী নেয়ায় আমার অনেক সময় দেরি হয়ে যায়। বসের কাছ থেকে শুনতে হয় গালাগালি। 


তিনি অভিযোগ করে আরো বলেন, দিনের পর দিন বিআরটিসি বাসে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে কিন্তু যাত্রী উঠাচ্ছে অতিরিক্ত। যাত্রীরা কেউ অতিরিক্ত ভাড়ার ব্যাপারে প্রতিবাদ করলে বাস কাউন্টারের লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করে। 
এই রুটে অন্য কোন গণপরিবহণ না থাকায় আমরা অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে আমরা বিআরটিসি বাস ডিপো ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি।


গোলাকান্দাইল এলাকার এক নারী শিক্ষিকা বলেন, ফুটপাতে বাস কাউন্টার থাকায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করি। ফুটপাতে বাঁশ-খুটি দিয়ে বাস কাউন্টার আবার করছে মাইকিং। মাইকে আজে-বাজে কথা বলে বেড়ায় সব সময়। এমন পরিস্থিতি দেখে অবাক লাগে। তাদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপও নিচ্ছে না।


এ ব্যাপারে রূপগঞ্জের বিআরটিসি বাসের ঠিকাদার জিল্লুর বলেন, সরকার নির্ধারিত ভাড়া নিয়েই বিআরটিসি বাস চলাচল করছে। অতিরিক্ত যাত্রী নেওয়াটা অন্যায়। অতিরিক্ত যাত্রী নেয়ার পিছনে আমাদের হাত নাই। আমাদের অগোচরে যাত্রী বেশি নিয়ে বাস চালাচ্ছে ড্রাইভার ও সহকারীরা।  


গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, যাত্রী বেশি নিয়ে কোন গাড়ি চললে আমাদের প্রত্যেকটি বাসেই হটলাইন নাম্বার দেয়া আছে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে সাথে সাথে তাকে চাকুরীচ্যুত করা হয়। এবং আমি বলবো যাত্রী বেশি নেয়া ঠিক নয়। ভাড়া সরকার নির্ধারিতটাই নিয়ে বাস চলাচল করছে।


এ বিষয়ে হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন বলেন, আমি এই গোলাকান্দাইল এলাকায় নতুন এসেছি। এ বিষয়ে  আমার জানা ছিল না। এখন আমি জেনেছি। অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা নিব।
 

সম্পর্কিত বিষয়: